রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকার একটি ছাত্রীনিবাস থেকে সুরাইয়া আক্তার (২৪) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।  সুরাইয়ার আক্তারে বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামে। তিনি হাবিপ্রবির কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরাইয়া আক্তার হাবিপ্রবির পার্শ্ববর্তী মহাবলীপুরের আছিয়া ছাত্রীনিবাসের ২০৭ নম্বর কক্ষে থাকতেন। ছাত্রীনিবাসের মালিক মো. লিটন আজ দুপুরে কোতোয়ালি থানায় ফোন করে জানান, নিজ কক্ষে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরাইয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস