রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দেশে ফিরেছেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৫:৩৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে সেই ৫৭ জনের ১৪ জন আজ দেশে ফিরেছেন। চট্টগ্রামে ১১ জন ও ঢাকায় ৩ জন অবতরণ করেছেন।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটা এয়ার এরাবিয়ার পৃথক দুটি ফ্লাইটে তারা বাংলাদেশে আসেন।

শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল বিমানবন্দরে দুইজন এবং চট্টগ্রাম বিমানবন্দরে ১২ জন এয়ার এরাবিয়ান ফ্লাইটে বাংলাদেশে আসেন। দুই বিমানবন্দরে তারা নামার পর গোয়েন্দা সংশ্লিষ্টরা তাদের হেফাজতে নেন। অবশ্য পরে ঢাকায় যে দুজন নেমেছিলেন তারা গণমাধ্যমের সাথে কথা বলেন।

রাতেই এসব প্রবাসী তাদের নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেক্সের একটি সূত্র জানিয়েছে, তারা বিমানবন্দরে নামার পর তাদেরকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া হলেও তারা সেই সাহায্য নেননি।  -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি