বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাসান মাহমুদের তোপে কাঁপছে ভারত

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৬:১৩ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ খেলতে নেমেছে ভারত। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টিসে হারেন স্বাগতিকদের অধিনায়ক রোহিত শর্মা। এরপর টাইগারদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমেও সুবিধা করে ওঠতে পারেনি তাঁর দল। দিনের শুরুতেই আউট হন অধিনায়ক রোহিত, এরপর শুবমান গিল এবং বিরাট কোহলিকেও সাজঘরের পথ দেখিয়েছেন টাইগার এই পেসার। হাসানের তোপে টপ অর্ডারের সেরা তিন ব্যাটারকে হারিয়ে এখন বিপাকে ভারত।

চেন্নাইয়ের লাল মাটির উইকেটে আজ শুরু থেকেই সুইং-বাউন্স পাচ্ছিলেন টাইগার বোলাররা। তাসকিন আহমেদদেরও তাই দেখেশুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের বলে একটি বাউন্ডারি হাঁকান রোহিত। পরের ওভারে বাউন্ডারির দেখা পান জয়সোয়ালও। এরপরের ওভারে আবার বোলিংয়ে আসেন হাসান।

হাসানের করা ষষ্ঠ ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে নাজমুল শান্তর মুঠোবন্দী হয়ে আউট হন রোহিত। এরপর ক্রিজে জয়সোলায়ের সঙ্গী হন গিল। তবে ভারতীয় এই ব্যাটারকেও থিতু হতে দেননি হাসান।

অষ্টম ওভারে ফের হাসান বোলিংয়ে আসলে তৃতীয় বলে আউট হন গিল। লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। রহিত-গিল ফেরার পর চার নম্বরে ব্যাটিংয়ে আসেন কোহলি। তবে তিনিও আজ জয়সোয়ালকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন। দশম ওভারে হাসানের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত