সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের উদ্যোগে পল্লী চিকিৎসকদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) “বেকারত্ব নিরশনে ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে”- এই শ্লোগানকে সামনে রেখে চলমান কার্যক্রমের আওতায় ২০ সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুর ইকবাল হাই স্কুলের ক্লাসরুমে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের প্রশিক্ষণার্থী পল্লী চিকিৎসকদের নিয়ে লিখিত ও ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ৬ মাস, এক বছর ও দুই বছর মেয়াদী এলএমএএফপি, আরএমপি, প্যারামেডিক্যাল, প্রাণী চিকিসক, ডি.এম.এ, ডেন্টাল, নার্সিং, ল্যাব এসিসটেন্ট ও এক্স-রে, কম্পিউটার, ইলেকট্রিক হাউজ ওয়্যারিংসহ বিভিন্ন ট্রেডে উক্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র এবং আলফা মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা এবং ইউনিভার্সাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহ আলম নুর আকাশ বলেন, বেকার যুবকরা সোনার হরিণ চাকুরীর পিছনে না ঘুরে নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপাশি মানবতার কল্যাণে তৃণমূল পর্যায়ে কম খরচে অসহায় রোগীদের সেবা দিয়ে পরকালের জন্য পূর্ণ সঞ্চয় করতে পারবে এই প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাম্য চিকিৎসকরা। আমাদের এই প্রতিষ্ঠানটি গত ২৭ বছর ধরে বেকারত্ব নিরশনে ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করতে (www.bttdc.org, www.usdabd.org) পরীক্ষা গ্রহণের সময় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম সাদিয়া, ডাঃ সাখাওয়াত হোসেন রনি, ডাঃ কুরবান আলী, মার্কেটিং অফিসার মোঃ সুকুদ্দী হৃদয় ও অফিস সহকারী মোঃ হিরাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস