(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা পারভীনের বিরুদ্ধে প্রতারণা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানী জনসাধারণ মানববন্ধন করেছে। মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে শহরের ঢাকা মোড়ে মানববন্ধনে অভিযোগ উত্থাপন করে বিস্তারিত তুলে ধরেন, সামছুজ্জামান। তিনি বলেন, শিক্ষিকা ফারজানা পারভীন প্রতারণা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন লোকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। তারা এই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে এলাকার শতাধিক যুবক অংশ গ্রহণ করেন।
অভিযুক্ত শিক্ষিকা ফারজানা পারভীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।