শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নেতানিয়াহুর গাজা আগ্রাসন এখন দুনিয়ার জন্য হুমকি: এরদোগান

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৪ ৬:৫৩ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, নেতানিয়াহু সরকারের নেতৃত্বে গাজা আগ্রাসন এখন মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

এরদোগান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলব- আমাদের অবশ্যই অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে এবং ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, গত এক বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে, তা সমগ্র মানবতার জন্য অতি লজ্জার।

সংবাদ সম্মেলনে এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও ‘গাজার কসাই’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং তাকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

এরদোগান বলেন, গাজায় ইসরাইলি বাহিনী বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে। এটি মানবতার জন্য চরম লজ্জার।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৬৫ জন ছাড়িয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৭ হাজারের বেশি ফিলিস্তিনি।

এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।-ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

প্রধান উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপিতে যেসব দাবি জানালেন সোহেল তাজ

জাল সনদ কেনা ব্যক্তিদের তালিকা পেয়েছে ডিবি

বইছে ‘অতি তীব্র’ তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে আরও পাঁচদিন

ডিজিটালি বই প্রকাশে বিদেশেও পৌঁছাবে বাংলা ভাষার বই : প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে : অলি

চাকরিতে বয়স বাড়ানোর দাবির চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দিল মন্ত্রিপরিষদ বিভাগ

৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে যেসব জেলায়

এনবিআরের মতিউরের জমির হিসাব চেয়ে দুদকের চিঠি

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা