প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৮:৪৮ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস স্মরণে জগন্নাথ হলের অক্টোবর ভবন প্রাঙ্গনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১৫ ই অক্টোবর) সকালে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন সহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৫ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধ্বসে এক মর্মান্তিক দূর্ঘটনায় হলের শিক্ষার্থী কর্মচারী সহ ৪০ জন নিহত হয়। এই ঘটনার পর থেকে এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়।-নিউজ ডেস্ক
@2024