বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

১ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ

প্রতিবেদক
admin
অক্টোবর ২৩, ২০২৪ ৮:০০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ১০১ রানে পিছিয়ে থেকে গতকাল মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। শেষবেলায় ব্যাটিংয়ে নেমে আগ্রাসী মেজাজে খেলেছেন মুশফিকুর রহিম, সঙ্গী ছিলেন মাহমুদুল হাসান জয়। ৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। তবে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। শুরুতেই আউট হন জয়, এরপর মুশফিকুর রহিম রাবাদার বলে বোল্ড হয়ে ফিরে যান। দ্রুত দুই উইকেট হারানোর দলের হাল ধরতে ব্যর্থ হন লিটন দাসও। তবে এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে হাল ধরেছেন মেহেদী মিরাজ,  এ দুজনের জুটিতে আর কোনো উইকেট না হারিয়ে ২০১ রান করে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে বাংলাদেশ, পিছিয়ে আছে ১ রানে।

৩ উইকেটে ১০১ রান নিয়ে দিনের খেলা শুরুর পর দ্রুতই তিন উইকেট হারালে বাংলাদেশের স্কোরলাইন হয় ৬ উইকেটে ১১২। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে সে শঙ্কা দূর করতে পেরেছেন মিরাজ। অভিষিক্ত জাকেরকে নিয়ে মিরাজ গড়েছেন ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

প্রোটিয়া বোলারদের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন মিরাজ। জাকের নিয়ে দলের রান বাড়িয়েছেন তিনি। একই সঙ্গে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত অর্ধশতকও। মধ্যাহবিরতিতে যাওয়ার আগে তিনি করেছেন ৫৫ রান। মিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের। তিনি অপরাজিত আছেন ৩০ রান।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে ১ রানে।  -অনলাইন ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস