শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সৌম্য-শান্তর বড় জুটি ভাঙলেন রশিদ

প্রতিবেদক
admin
নভেম্বর ৯, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) প্রথম ওয়ানডের পর আরও একবার বাংলাদেশের ব্যাটিং এগিয়ে নিচ্ছেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে ভালো শুরু এলেও ইনিংসকে লম্বা করতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপরেই ওয়ানডাউনে নামা অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন সৌম্য সরকার।

প্রথম উইকেট পতনের পর থেকে বেশ সাবলীল ছিলেন দুই ব্যাটার। বাউন্ডারি এসেছে নিয়মিত। তবে আগেরদিন বাংলাদেশকে ব্যাপক আকারে ভোগানো দুই বোলার আল্লাহ গাজানফার এবং রশিদ খানকে বেশ সমীহ করেই ব্যাট চালিয়েছেন দুজনে।

রশিদ এবং গাজানফারের ওভার ছাড়া প্রায় সব ওভারেই এসেছে বাউন্ডারি। পাওয়ারপ্লে শেষে ৫৯ রান তোলা বাংলাদেশ ১৮ ওভার শেষে তুলেছে ৯৫ রান। আর ১৯তম ওভারেই পূরণ করেছে দলীয় শতরান। তবে এর ঠিক আগেই ফেরেন সৌম্য। যদিও টিভি রিপ্লেতে পরে দেখা গিয়েছে বল পড়েছিল লেগস্ট্যাম্পের লাইনের বাইরে।

কিন্তু সৌম্য রিভিউ নেননি। কিছুটা দুর্ভাগা হয়েই ফিরতে হয়েছে তাকে।  শান্তর সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দলীয় ৯৯ রানে ফিরেছেন এই ওপেনার। সৌম্য সরকারের ব্যাট থেকে এদিন এসেছে ৩৫ রান। আর শান্তর ব্যাট থেকে স্কোর ৩৪ রান।

এর আগে বাংলাদেশ ইনিংসে প্রথম আঘাত করেন আল্লাহ মোহাম্মদ গাজানফার। চতুর্থ ওভারের প্রথম বলে গাজানফারের ফুল টস ডেলিভারিতে ছক্কা হাঁকিয়েছিলেন তানজিদ হাসান। পরের বল আবারও বড় শটের চেষ্টা চালালেন। কিন্তু মিড অনে নবির বিশ্বস্ত হাতে ধরা পড়ে গেলেন এবার। ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২২ রান করেছেন তানজিদ তামিম।  -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি