প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৬:৩৩ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আবদুল মান্নান (৪৫) নিহত হয়েছেন। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। সোমবার (১৮ নভেম্বর) আনুমানিক দুপুর তিনটায় এ দূর্ঘটনা ঘটে।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা জানান, "বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাওয়ার পথে দিনাজপুর পল্লী বিদ্যুৎ মোড়ে তার মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার লাশ পুলিশের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।"দূর্ঘটনার পর ট্রাকের হেল্পার পালিয়ে যায় এবং ড্রাইভার ট্রাকটিকে মহাসড়ক দিয়ে উচ্চগতিতে টেনে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা স্থানীয় জনগনের সহযোগিতায় ট্রাকটিকে জামতলী বাজার সংলগ্ন এলাকায় আটকে রাখে এবং ট্রাক এবং ট্রাক ড্রাইভার আকাশ বাবুকে পুলিশের কাছে সোপর্দ করে।
ট্রাক আটকে রাখার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি এবং দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ছাত্রদের সাথে কথা বলেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ট্রাকটি জব্দ করেছি এবং ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা না হলে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে আজ রাতের মধ্যেই মামলা করা হবে। আমাদের পক্ষ থেকে আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।"
@2024