সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিনা সুদে এক লাখ টাকা ঋণ প্রলোভন : নারায়ণগঞ্জ থেকে ২০০ জনকে ঢাকায় নেওয়ার পথে ৪ বাস আটক

প্রতিবেদক
admin
নভেম্বর ২৫, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নারায়ণগঞ্জের বন্দর থেকে অন্তত ২০০ লোককে এক লাখ টাকা করে বিনা সুদে ঋণ নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চারটি বাসে করে ঢাকায় জড়ো করার চেষ্টাকালে ৪টি বাস আটক করেছে পুলিশ। এছাড়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি করে আইনশৃংঙ্খলা বাহিনী।

সোমবার(২৫ নভেম্বর) সকালে বন্দর থানা পুলিশ মদনপুর বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে চারটি বাস আটক করে। চারটি বাসে অন্তত ২০০ লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে এরকম আরও বহু লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা থেকেই তাদের নেওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের। এদিকে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহনে কড়া নজরদারি ও তল্লাশি করছে পুলিশ ও ডিবি।

জানা যায়, সকালে চারটি বাসে করে অন্তত ২০০ লোককে নিয়ে ঢাকার রাজু ভাস্কর্যে নেওয়ার জন্য পাঠায় একটি মহল। তাদের ভুল বুঝিয়ে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে বলে একটি লিফলেটও দেওয়া হয়। ঋণগুলো সুদমুক্ত হবে বলে এতে উল্লেখ করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা মদনপুর থেকে চারটি বাস আটক করেছি। বাসগুলোতে অন্তত ২০০ লোককে ভুল বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সুদমুক্ত এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা বাসগুলো আটক রেখেছি। তদন্ত করে দেখছি। পরে আরও বিস্তারিত জানাতে পারবো। আমরা দেখছি, আরও কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ঢাকায় একটি মহলের আহুত সমাবেশের খবরে আমরা সাইনবোর্ডে আছি। তল্লাশি করছি। কোনো ধরনের নাশকতাকারী যেন কোনো পরিকল্পনা করতে না পারে সেজন্য আমাদের নজরদারি রয়েছে।

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন থেকে এ কর্মসূচি নেওয়া হয় বলে লিফলেটে উল্লেখ করা হয়।

লিফলেটে লেখা ছিল কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা লাখ-কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থ্ াশিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সংগঠনের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়, বাড়ি-০১ দোতলা, রোড-২, ধানমন্ডি, ঢাকা। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত