শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দেশপ্রেমিক শক্তি এক থাকলে ষড়যন্ত্র কাজে আসবে না: খন্দকার মোশারফ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৬, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র কাজে আসবে না হলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।

এই সরকারকে সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিৎ তাদের। এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তরবর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা।

সভায় বিএনপির নেতারা বলেন, পরাজিত শক্তিরা দেশে ও বিদেশে নানা অস্থিতিশীলতা তৈরি করে চক্রান্ত করছে। দেশপ্রেমিকও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ভাবে তাদের মোকাবেলা করবে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস