রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ২রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৮, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বিজিবি সদর দফতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সীমান্তবাসীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের উদ্বেগের কোনো কারণ নেই। সীমান্ত এলাকায় নিরাপত্তা দিতে বিজিবি সবসময় প্রস্তুত আছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি দেশের ভেতরেও কাজ করবে, সীমান্তেও কাজ করবে। বিএসএফের পক্ষ থেকে যদি কোনো উত্তেজনা বা অন্যরকম কিছু ছড়ানো হয়, বিজিবি সেটা প্রতিহত করবে। সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার সময় বিতর্কিত ব‍্যক্তিদের গ্রেফতার, চোরাচালান প্রতিরোধ করেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি কোষাগার থেকে যত টাকা লাগে খরচ করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস