(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সিরিয়ায় বাশার আল-আসাদের পতন ঘটাতে গত ২৭ নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরুর পর দুই সপ্তাহে অন্তত ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) বলছে, নতুন করে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু।
সিরিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটিরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)। শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অন্তত ছয় লাখ ৪০ হাজার মানুষ আলেপ্পো থেকে পালিয়েছে। আর ইদলিব থেকে তিন লাখ ৩৪ হাজার ও হামা শহর থেকে এক লাখ ৩৬ হাজার মানুষ পালিয়েছে।
অন্যদিকে অন্য এলাকা থেকে বাস্তুচ্যুত চার লাখ ৩৮ হাজার মানুষ ইদলিবে এসেছে। এছাড়া হামায় এক লাখ ৭০ হাজার ও দামেস্কের গ্রামীণ এলাকায় এক লাখ ২৩ হাজার মানুষ এসেছে।
ওসিএইচএ বলছে, চার লাখেরও বেশি মানুষ সিরিয়ার উত্তর-পূর্ব এলাকার ২৪০টি আশ্রয়কেন্দে অবস্থান নিয়েছে। সেখানে তারা মানবিক সহায়তা পাচ্ছে। জাতিসংঘ বলছে, বিদ্রোহীদের অভিযান শুরুর পর সাত লাখেরও বেশি মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর-পশ্চিমের ইদলিবে তাদের ঘাঁটি থেকে সরকারবিরোধী বিস্ময়কর অভিযান শুরুর পর গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতন হয়। প্রেসিডেন্ট পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। -নিউজ ডেস্ক