(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আল্লু অর্জুনের বাড়ি ভাঙচুরের পর বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ড। তবে আল্লুর বাড়িতে জনতা হামলা করলেও শানের বাড়িতে শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বান্দ্রা ওয়েস্ট এলাকায় অবস্থিত ভবনটির ১১ তলায় বাস করেন শান। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর দমকল বাহিনীকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছে তারা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।
শোনা গেছে, এ ঘটনায় আশি বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়েছিল তার। বৃদ্ধাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করা হয়। খবর দেওয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুল্যান্সে করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে আইসিউতে রাখা হয়েছে বলেই খবর।
এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে লেগছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে এ বিষয়ে।
তবে জানা গেছে অগ্নিকাণ্ডের সময় শান ওই বাড়িতে আটকা পড়েন। তিনিসহ গভীর রাতে অনেকেই আটকে যান সেখানে। তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না জানা যায়নি। যদিও গায়কের পক্ষ থেকেও এ বিষয়ে দেওয়া হয়নি কোনো বিবৃতি। -নিউজ ডেস্ক