মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের ঘোড়াঘাটে জিতিন্দ্র চন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দুটি ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিষ পত্রসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে ২১ জানুয়ারী মঙ্গলবার দিরাগত রাতে ৮টার সময় ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুরের জেলে পাড়ায়। জানা যায়, জেলেপাড়ার জিতিন্দ্র চন্দ্র রায় ও তার দুই ছেলে তারা শ্রমিকের কাজ করার জন্য ঢাকায় অবস্থান করছিল। বাড়িতে কেউ ছিলনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের বরাত দিয়ে জানায়, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর জেলেপাড়ার জিতিন্দ্র চন্দ্র রায়ের বাড়িতে ২১ জানুয়ারী মঙ্গলবার দিরাগত রাতে ৮টার সময় আগুন লাগে। আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাযই। আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হই।
জিতিন্দ্র চন্দ্র রায় ও তার দুই ছেলে শ্রমিকের কাজ করার জন্য ঢাকায় ্অবস্থান করছিল। বাড়িতে কেউ ছিলনা। কিন্ত আমাদের টিম পৌছার আগেই ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয় ক্ষতি পরিমাণ করা হয়নি।তবে প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতি পরিমাণ ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা হতে পারে। আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটেছে ধারনা করা হয়েছে।।