(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে 'রেড অ্যালার্ট' জারি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এর আগে, একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা 'রেড অ্যালার্ট' জারির বিষয়টি সাংবাদিকদের সাথে শেয়ার করেন। পরে রাত ৯টায় আইন মন্ত্রণালয় এক সংশোধিত বার্তায় জানায়, 'রেড অ্যালার্ট' জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আমরা যা কিছু করতে পারি, তা করছি। আরও কিছু করা দরকার হলে, আমরা পরিস্থিতি অনুযায়ী তা পর্যালোচনা করব।"
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার অগ্রগতি নিয়ে আইন উপদেষ্টা বলেন, "আমরা ভারতের কাছে প্রত্যর্পণের জন্য চিঠি পাঠিয়েছি। যদি ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তবে এটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তা স্পষ্টভাবে লঙ্ঘন হবে।" -নিউজ ডেস্ক