স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মী সম্মেলন-২০২৫। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুল রহমান দিনাজপুর বড় ময়দানে উপস্থিত হবেন। এদিকে সকাল থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীরা মাঠে উপস্থিত হয়েছেন। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ জানিয়েছেন আজকে প্রায় ৩ লাখ নেতাকর্মীরা এই কর্মী সম্মেলন-২০২৫ এ অংশগ্রহণ করবে।
সকাল থেকেই বিভিন্ন বক্তা বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ জামায়াতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শিবিরের বাংলাদেশ। আর কোন ফ্যাসিবাদকে এ দেশে ক্ষমতায় রাখা হবে না। জীবন দিয়েছি আবার জীবন দিতে প্রস্তুত। দেশের স্বাবভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকবে হবে।