মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্র্ধষ চুরি ঘটিত হয়েছে। চরের দল চেতনানাশক স্প্রে করে বাসার পরিবারের লোকজনকে ্অজ্ঞান করে নগদ ৫৫ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার,৭ ভরি রুপালংকার,১টি স্মার্ট টিভি, ১টি এ্যান্ডোরয়েড মোবাইল ফোন,১টি বাটন ফোন ও ১টি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রােত ৩টায় ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী এলাকার শিক্ষক উৎপল চন্দ্র সরকারের বাসায়।
শিক্ষক উৎপল চন্দ্র সরকার জানান, চোর দল পুর্ব পরিকল্পিতভাবে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দিন বা রাতে যে কোন সময় বাড়ির দেয়ালে ও ঘরের ভিতরে চেতনানাশক স্প্রে করে এ কারণে মঙ্গলবার দিনের বেলায় আমার মেয়ে উপমা সরকার ব্যতিত আমি ও আমার স্ট্রী এবং আমার মা ্অসুস্থ্ হই। আমরা বুঝতে পারিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে ৬/৭ জনের একটি চোর দল বাড়ির প্রাচীর টপকে বাসার ভেতরে ঢুকে প্রতিটি কক্ষে চেতনানাশক স্প্রে নিক্ষেপ করে বাড়ির লোকজনকে অচেতন করে দেয়। চেতনা নাশক স্প্রে ব্যবহার করায় গৃহকর্ত া চন্দ্র সরকারের মেয়ে উপমা সরকার ব্যতিত বাসার সকল সদস্য অজ্ঞান হয়ে পড়েন। পরে চোরের দল বাসায় ঢুকে গৃহকর্তার মেয়ে উপমার ঘরে প্রবেশ করে উপমাকে ্অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত পা বেধে রেখে চোরেরা ্অন্যান্য ঘরে প্রবেশ করে।
চোরের দল ঘরে রক্ষিত নগদ ৫৫ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণে রকানের দুল, ১ ভরি স্বর্ণালঙ্কার,৭ ভরি রুপালংকার,১টি স্মার্ট টিভি, ১টি এ্যান্ডোরয়েড মোবাইল ফোন ও ১টি বাটন ফোন ও ১টি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসীর অভিযোগ, দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার বিভিন্ন স্থানে দিন দিন চুরি-ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই ফলে ব্যবসায়ী সহ জনসাধারণ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বেশ কয়েকটি আলোচিত চুরি-ডাকাতির ঘটনার সাথে জড়িতরা ধরা না পড়ার কারণে চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। চুরির পর থানা পুলিশের পরিদর্শন, সংশ্লিষ্টদের সভা-সেমিনার ছাড়া আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কোন অগ্রগতি না পাওয়ায় দিনদিন শংকা আরো বৃদ্ধি পাচ্ছে। এসব চুরি, ডাকাতি,ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।