স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের কাহারোল উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দশমাইল নামক এলাকায় এই ঘটনা ঘটে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার হীরাহাট এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪০) ও চিরিরবন্দর উপজেলার রামডুবি এলাকার শুভর ২ মাস বয়সী কন্যা সন্তান হুমায়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেলে কাহারোল উপজেলার গড় নূরপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা রিপা আক্তার ও লিসা আক্তার নামে এক গৃহবধূ আহত হয়ে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।