বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি আনোয়ারুল

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, দেশের মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে বলেই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটের পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমিশন।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না এমন এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে সময় সংকটের কারণে স্থানীয় সরকার নির্বাচন বলতে যেসব নির্বাচন বুঝায়, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এসব নির্বাচন দেওয়া সম্ভব হবে না।

নতুন ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন রেজিস্ট্রেশনের কাজ পুরোদমে চলছে। কোথাও কোথাও সারারাত কাজ চলছে। আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২-৩ মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক দৃশ্যমান উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই নির্বাচন কমিশনার।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মুন্সিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেনসহ উপজেলার নির্বাচনি কর্মকর্তারা। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত