প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ণ
বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে যা বললেন মার্কিন মুখপাত্র
বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আগাম কোনো মন্তব্য করতে চায় না যুক্তরাষ্ট্র। ইউএস সেক্রেটারি অফ স্টেইট বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ট্যামি ব্রুস। প্রশ্নের বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বিষয় উল্লেখ করে যেকোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এক নারী তার প্রশ্নে বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। নতুনভাবে দায়িত্ব নেওয়ার প্রায় ৬০ দিন পর বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কী এবং তিনি কী পদক্ষেপ নিচ্ছেন?
মুখপাত্র ট্যামি ব্রুস জবাবে বলেন, অন্য দেশে কী ঘটছে তা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন কীভাবে দেখে তা জানতে চাচ্ছেন? এ পর্যায়ে প্রশ্নকারী বিষয়টি বাংলাদেশ সম্পর্কিত বলে উল্লেখ করেন।
জবাবে ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্য এ বিষয়ে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্ত ও তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। কিন্তু যখন কূটনৈতিক বিষয় থাকে তখন আমি এখানে অনুমান করে কিছু বলতে চাই না। আপনিও নিশ্চয়ই চান না যে আমি সেটা করি।
বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা ওই ব্যক্তি আবারও নতুন করে তার প্রশ্নটি করার অনুমতি চাইলে ট্যামি ব্রুস তাকে সেই অনুমতি না দিয়ে বলেন, সরকারি পর্যায়ে কূটনৈতিক বিষয় বা একটি নির্দিষ্ট দেশে কী ঘটছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা নিয়ে আমি উত্তর দেব না। কূটনৈতিক আলোচনার মধ্যে পড়ে এমন বিষয়ে আমি কথা বলতে পারি না। অথবা অন্য কোনো দেশে সামনে ঠিক কী ঘটতে পারে সে সম্পর্কে অনুমানও করব না আমি। -নিউজ ডেস্ক
@2024