শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভারত ‘বিমুখতায়’ বড় হচ্ছে দেশের পণ্যের বাজার, চাঙা অর্থনীতি

প্রতিবেদক
admin
মার্চ ২১, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঈদ, বিয়ে কিংবা বিভিন্ন উৎসবে প্রতি বছরই প্রচুর বাংলাদেশি নাগরিক ভারতে কেনাকাটা করতে যেতেন। ভারতের বড় বড় শপিং মল এবং ব্র্যান্ডের পণ্যের প্রতি তাদের বেশ আকর্ষণ থাকে। তবে এবারের ঈদুল ফিতরে ভিন্ন চিত্র। ভিসা জটিলতার কারণে বাংলাদেশি পর্যটকরা ভারতে যেতে পারছেন না। ফলে দেশেই কেনাকাটা করছেন তাদের অনেকে। এতে দেশের স্থানীয় বাজারে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। মার্কেটগুলো চাঙা হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যেও নতুন আশার আলো দেখা দিয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকার সুবাদে বাংলাদেশি নাগরিকদের ভারতে গিয়ে শপিং করার প্রবণতা বহুদিনের। প্রতিবেশী দেশটির বড় শপিং মলগুলো, আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য এবং সস্তায় পণ্য পাওয়ার সুযোগ বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিসা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হওয়ায় বাংলাদেশিরা ভারতে যেতে পারছেন না। তবে এতে আখেরে লাভ বাংলাদেশের। দেশের ব্যবসায়ীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন শপিং মল, মার্কেট এবং দোকানে দেশীয় ব্র্যান্ডের পণ্য কিনতে বেড়েছে গ্রাহকের উপস্থিতি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বরিশালসহ দেশের বড় শহরের শপিংমল ও বাজারগুলোতে মানুষের সমাগম অনেক বেড়ে গেছে। দোকানগুলোতে একের পর এক নতুন পণ্য এসেছে এবং গ্রাহকদের কাছে এসব পণ্যের চাহিদাও ব্যাপক।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিক্রেতা সেলিম আহমেদের সঙ্গে কথা হয় এ নিয়ে। তিনি বলেন, আগে আমাদেরই অনেক ক্রেতা ভারতে শপিং করতে যেতেন। কিন্তু এবারের ঈদে ভিসা সমস্যা ও অন্যান্য জটিলতার কারণে তারা স্থানীয় বাজারে আসছেন। ফলে আমাদের বিক্রি বেড়েছে। বিশেষ করে ঈদের পণ্যগুলো, যেমন পোশাক, গয়না, কসমেটিক্স পণ্যে চাহিদা ব্যাপক।” বিক্রেতাদের আরেকজন জানান, দেশের বাজারে এমন পরিবর্তন তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

এদিকে, শপিং করার ক্ষেত্রে আরেকটি বড় পরিবর্তন এসেছে—অনলাইন শপিং। আগে অনেকেই ভারতে গিয়ে শপিং করতেন, তবে এখন অনলাইনে দেশীয় পণ্য পেতে সহজ হয়েছে। দেশের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য পেয়ে যাচ্ছেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য সরবরাহ দ্রুত হচ্ছে, এবং ক্রেতারা নির্দিষ্ট পণ্যের দাম ও গুণমান যাচাই করে স্বাচ্ছন্দ্যে কিনতে পারছেন। এর ফলে, অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা দেশীয় বাজারের চাহিদা বাড়াতে ভূমিকা রাখছে।

Screenshot_2025-03-21_141038

স্থানীয় পণ্যের বাজারেও এসেছে বৈচিত্র্য। যেমন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের মাধ্যমে দেশের ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের পণ্যের প্রচরণা চালাচ্ছে। এছাড়া দেশীয় শপিং মলগুলো তাদের স্টক বাড়িয়ে ফেলা এবং নতুন পণ্য সংগ্রহের দিকে মনোযোগী হয়েছে, যা ক্রেতাদের আকর্ষণ করছে। পাশাপাশি, বিভিন্ন পণ্যের দামও নাগালের মধ্যে রাখা হয়েছে, যা গ্রাহকদের আকৃষ্ট করছে।

এবার ঈদে, ভারতে যাওয়ার পরিবর্তে স্থানীয় বাজারে কেনাকাটা করার প্রবণতা আরও শক্তিশালী হয়েছে। এটি ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি স্থায়ী পরিবর্তন নিয়ে আসতে পারে। ব্যবসায়ীরা এখন এ পরিস্থিতি কাজে লাগিয়ে নিজেদের বাজার বিস্তৃত করার নতুন কৌশল হাতে নিতে শুরু করেছেন। নিজেদের ব্যবসা বাড়ানোর পাশাপাশি এখন তারা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনটি শুধু ব্যবসায়ীদের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও একটি ইতিবাচক ইঙ্গিত। বিদেশি পণ্যের ওপর নির্ভরশীলতা কমে গিয়ে দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যা দেশের উৎপাদনশীলতা ও শিল্পের বিকাশে সহায়ক হতে পারে। পাশাপাশি, স্থানীয় ব্যবসা ও সেবাদাতাদের সুযোগও বাড়ছে, যা দেশের অর্থনীতিকে চাঙা করবে। এদিকে ভারতের ভিসা জটিলতার কারণে এর প্রভাব পড়েছে চিকিৎসা খাতেও। প্রতি বছরই বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে চিকিৎসা নিতে যায়। ভিসা জটিলতার ফলে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশিই ঝুঁকছেন থাইল্যান্ড-চীনের দিকে। ইতোমধ্যে চিকিৎসা সেবা নিতে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে গিয়েছেন বেশ কিছু বাংলাদেশি।

অন্যদিকে দেশের বাইরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে ভারত শীর্ষ থেকে সাত নাম্বারে নেমেছে। অর্থাৎ আগে যেখানে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সব থেকে বেশি ভারতে খরচ করতেন সেখানে তা কমতে কমতে সাত নম্বরে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ভারতকে ছাপিয়ে এখন বাংলাদেশিদের ক্রেডি কার্ড ব্যবহারের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্য। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, যারা ভারতে কেনাকাটার জন্য যেতেন তাদের একটা অংশ অন্য জায়গায় যাচ্ছে। তবে বড় একটা অংশ দেশেই কেনাকাটা করবেন। সে হিসেবে আমাদের দেশীয় পণ্য একটু বেশি বিক্রি হবে। ভারতের ভিসা কড়াকড়ির কারণে আমাদের আরও বিভিন্ন দেশে তা ছড়িয়ে যাচ্ছে। গ্লোবালাইজেশন বাড়ছে। যেমন আগে ভারতে গিয়ে খরচ করত, এখন মানুষ থাইল্যান্ড সিঙ্গাপুর চীন ব্যাংকক যাচ্ছে।

সর্বশেষ - ক্যাম্পাস