(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের এই ডেটাসেন্টার পুরোপুরি নিরাপদ। এই ডেটাসেন্টার নিয়ে এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলা করছি না। সোমবার (১৯ মে) নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এনআইডি উইংয়ের ডিজি বলেন, সর্বশেষ দুটি জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে আইডেন্টিফাই করেছিলাম, তাদেরকে আমরা নিষ্কৃতি দিয়েছি। যেহেতু দুটি ছিল, তাই লক ছিল; তাই কোনোভাবে নাগরিক সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছে, এখন তাদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তারা নাগরিক সেবা পাবেন।
তিনি আরও বলেন, একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে- ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এই মুহূর্তে আমাদের জানামতে দুটি এনআইডি আর কারও নেই। যদি কারও ব্যাপারে আইডেন্টিফাই হয় এই নিয়মে একই ব্যবস্থা নেব।
বিদ্যমান পরিস্থিতে তথ্য ফাঁসের ঝুঁকি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ডেটাসেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চলে, এটা মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি। মেইনটেনেন্সের জন্য যেমন পরশুদিনও (শনিবার) আমরা করেছিলাম, চার ঘণ্টা পর চালু করতে পেরেছি। এরকম রেগুলার মেইনটেনেন্সের হিসেবে আমরা কাজ করি। এরই ধারাবাহিকতায় ডেটাসেন্টার নিজস্ব জলবল দিয়ে ‘চেক’ করা হয়েছিল। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কিনা, আপডেটেড রয়েছে কিনা। ভবিষ্যতেও তথ্যভাণ্ডারকে নিরাপদ রাখতে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। -ডেস্ক রিপোর্ট