শুক্রবার , ৬ জুন ২০২৫ | ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

এপ্রিলে নির্বাচন ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

প্রতিবেদক
admin
জুন ৬, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যে সময়সীমা ঘোষণা করেছেন, তাতে বিএনপিসহ জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (৬ জুন) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর তিনি তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করলে তা গ্রহণযোগ্য হতে পারতো। খুব বেশি দেরি করতে চাইলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হলেও সেটি মেনে নেওয়া যেত। দলীয় ফোরামে এবং জোটসঙ্গী ও সমমনা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও পদক্ষেপ জানানো হবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া দীর্ঘ ভাষণে অনেক কিছু বলেছেন। সরকারের কৃতিত্ব, কর্মকাণ্ড এবং ভবিষ্যতে কী করতে চান ইত্যাদি। এর ফাঁকে তিনি জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়েছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চাশের বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় যুক্তি সহকারে উপস্থাপন করেছি। সে বিষয়টি আমলে না নিয়ে এমন সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যে সময়ে পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া ঠিক থাকে না। এছাড়াও আমাদের জানামতে ফেব্রুয়ারির ১৬, ১৭ বা ১৮ তারিখের দিকে রমজান মাস শুরু হবে।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয়, তাহলে (৪৫ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত) রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - সারাদেশ