প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
বিরামপুরে বিএনপি’র ২১ হাজার চারা বিতরণ
মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় বুধবার (২ জুলাই) বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেনের উদ্যোগে ২১ হাজার ৬শ’ বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচি ও চারা বিতরণ উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে উপজেলা বিএনপি সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর বাদশা, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।
@2024