মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মসকুরুল হক সহ সকল সদস্যবৃন্দের সংবর্ধনা, পরিচিতি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় ৩য় তলায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি'র সভাপতি তোবারক আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল হক জুয়েল, যুবদল নেতা রোস্তম আলী, ছাত্রদল নেতা ওয়ায়েজ কুরনি সরকার।
এতে আরো বক্তব্য রাখেন, নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মসকুরুল হক, শিক্ষক প্রতিনিধি তোজাম্মেল হক, অভিভাবক প্রতিনিধি তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটিকে অভিনন্দন জানান এবং এই কমিটির মাধ্যমে অত্র মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়ন ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।