মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)বিরামপুর উপজেলার আয়ড়া বাজারে মঙ্গলবার সকালে (১৯ আগষ্ট) বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রলি চাপায় এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশু আয়ড়া মোড়ের রেজাউল ইসলামের ছেলে আবরার রাকিব (৭)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রেজাউল ইসলাম তার শিশু রাকিবকে সামনে ও স্ত্রীকে পিছনে নিয়ে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় পিছলে গিয়ে মোটরসাইকেল থেকে শিশু রাকিব পাকা রাস্তায় পড়ে যায়। এসময় বালুবাহী একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়। গুরুত্বর আহত শিশুকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এঘটনায় সড়ক আইনে থানায় মামলা হয়েছে। ঘাতক ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।