মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে দক্ষিণ কমলপুরে দায়সারা ড্রেন নির্মাণ যা কাজের মান দেখে খোপ প্রকাশ করেন এলাকাবাসী।
দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের রাস্তার ধারে নির্মিত হচ্ছে ৪ লক্ষ টাকা ব্যয় ৭২ মিটার ড্রেন নির্মাণের কাজ। কাজের মান দেখেই মনে হয় যেনো থুতু দিয়ে ছাতু মাখার মতো অবস্থা।নিম্ন মানের রাবিশ খোয়া দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ছাড়াই চলছে ড্রেন ঢালাই নির্মানের কাজ।তবে এভাবে নিম্নমানের উপকরণ দিয়ে নির্মিত ৫ ইঞ্চি ড্রেন উক্ত এলাকায় পানি নিষ্কাশনে কতটুকু ভূমিকা রাখবে আর কয়দিনেই বা টিকবে এটাই বড় প্রশ্ন? এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা।স্থানীয় সরকার প্রকৌশলী সদর উপজেলার অধীনে ঠিকাদারের মাধ্যমে পানির নিষ্কাশনের জন্য নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ হচ্ছে ড্রেন,যা দেখার বা বলার কেউ নেই। এ বিষয়ে ১০নং কমলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ইসলামের সাথে কথা হলে তিনারা বলেন ড্রেনের নির্মাণ কাজের অনিয়ম দেখে আমরা কথা বলে ছিলাম ,কথা বলার পর কাজের মান একটু ভাল করে ঠিকাদার,তবে কাজ দেখে নিজেকেই খারাপ লাগতেছে এখানে আমাদের কিছু করার নেই। এ বিষয়ে ইঞ্জিনিয়ার এর সাথে কথা হলে তিনি বলেন যে কাজ ভালই হচ্ছে। আমরা চাই আমাদের ইউনিয়নের সার্বিক কাজ ভালো হোক। এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী বলেন কাজে কোন অনিয়ম হলে ছাড় হবে না। তবে এই ড্রেন ঢালাই এর উদ্বোধন করেছিলেন ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান। তবে এ নির্মাণ কাজে উন্নয়নের নামে দুর্নীতি বেশি বুঝা যায়, এতে বোঝা যায় জাতির উন্নয়নের চেয়ে ব্যক্তি স্বার্থের উন্নয়ন বেশি,সরকারের বরাদ্দকৃত অর্থ অবকাঠামো উন্নয়নের নামে চলছে ব্যক্তিদের রমরমা বাণিজ্য বলে দাবি করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এবং ভালো মানের উপকরণ দিয়ে ড্রেনটি নির্মিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকার সচেতন ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।