প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
চিরিরবন্দরে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
মোহাম্মদ ইয়াসিন আলী আকতার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকদীহি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জব্বারমাস্টার পাড়া গ্রামে মোহাম্মদ মজিবর রহমানের বাড়িতে সন্ত্রাসীরা কায়দা করে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই ও ভাতিজার সঙ্গে জমাজমি বিরোধের জেরে গত পরশু ভোরে বিভিন্ন স্থান থেকে ১০০-১৫০ জন সন্ত্রাসী দলবদ্ধভাবে এসে এ হামলা চালায়। ঘটনায় মজিবর রহমানসহ পাঁচজন গুরুতর আহত হন। বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে মজিবর রহমান সার্জিক্যাল ওয়ার্ডের ৪৮ নম্বর বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনাটি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুস্থ হলে ভুক্তভোগী পরিবার মামলা করবেন বলে জানা গেছে।
@2025