(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ বেআইনি লটারি নামক জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে পার্বতীপুর শহীদ মিনার চত্বরে সর্বস্তরের সচেতন জনতার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন - ইরফান খান লাল, মুফতি মাসুদ রফিক খন্দকার আশরাফুল আলম, নয়ন ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল হাই, তাসকির আহমেদ, মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, লটারি নামক জুয়া ও অশ্লীল কার্যকলাপ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এতে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবৈধ লটারি ও অশ্লীল কার্যকলাপ বন্ধ না করা হয়, তবে আগামী বৃহস্পতিবার পদযাত্রা অনুষ্ঠিত হবে।