মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে র্যাব ১৩ এর অভিযানে একটি পিস্তল দুইটি ম্যাগাজিন এবং ৬ রাউন গুলি উদ্ধার করেছে র্যাব এ সময় টের পেয়ে আসামি পালিয়ে যায়।দিনাজপুর সদর উপজেলার ৯ নং আশ্করপুর ইউনিয়নের খানপুর জাগির পাড়া গ্রামে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল দুইটি ম্যাগাজিন ৬ টি তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোম্বাসী স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বুধবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে র্যাব সদস্যরা। ভোরে আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামের জনৈক মাহবুবর রহমানের বাড়ীর শোকেসের ড্রয়ারে লুকানো অবস্থায় একটি কালো পলিথিনের ব্যাগের ভিতর থেকে ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানের টের পেয়ে মাহাবুবর রহমান পালিয়ে গেছে।র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোম্বাসী জানান,মাহাবুবর রহমানকে গ্রেপ্তারে র্যাব কাজ করছে। জব্দকৃত অস্ত্র দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।