মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামের খালিদ ও রুকুমনি দম্পত্তির প্রথম কন্যা সন্তানের আগমনে আনন্দে দিশেহারা পরিবার। মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে আগমন বার্তায় পরিবার জুড়ে যেন এক অনাবিল আনন্দের দোলা লেগেছে।নতুন সদস্যের আগমনে আনন্দে দিশেহারা পরিবারের সদস্যরা।সীমাহীন আনন্দে উদ্বেলিত আত্মীয়-স্বজনও। মোঃ খালিদ হাসান ও মোসাঃ মুস্তারিনা তাবাসসুম রুকুমণি দম্পত্তির কলজুড়ে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। ২৬ শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ভোর ৫ টা ৪০ মিনিটের সময় দিনাজপুর পৌর শহরের অবস্থিত মেডিকেল মোড় সংলগ্ন মোহনা ক্লিনিকে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার তানিয়ার তত্ত্বাবধানে অপারেশন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ হয়। মুস্তারিনা তাবাসসুম রুকমনির কলজুড়ে আসে কন্যা সন্তান।উল্লেখ্য ২০০৯ সালে সাংবাদিক মোঃ মোস্তাফিজার রহমান এর স্ত্রী মোসাঃ মুরসালিনা বেগম দম্পত্তির কলজুড়ে আসে মুস্তারিনা তাবাসসুম রুকু। তার জন্মগ্রহণ হওয়ার পর থেকে আমার এ ছোট্ট পরিবারে সোনার টুকরো হয়ে থাকে সে,রুকুমনির কুরআন শরীফ ,পড়ালেখা থেকে শুরু করে সব কাজেই সে অনেক আগ্রহী ও কৌতুহলী।
কোন কাজেই যেনো আটকে থাকেনি ,সবদিকে সে সোনার টুকরো। আমার পরিবারে তার জন্মগ্রহণ এবং বুঝ হওয়ার পর থেকেই আনন্দে মাতিয়ে রাখত সে,বুঝতে পারেনি সে এত বড় হয়েছে,হঠাৎ তার পছন্দ করে বিয়ে হয়,বিয়ে হওয়ার এক বছরের মাথায় তার কোল জুড়ে আলোকিত করে সন্তান। তার সন্তান যেনো ফুটফুটে চাঁদের মত হয়েছে। আলহামদুলিল্লাহ,আমার মেয়ে এবং আমার নাতনির জন্য সকলের কাছে দোয়া চাইছি যেনো মা ও মেয়ে সুস্থ থাকে।