প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ণ
বিরামপুরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর থানা পুলিশ র্যাবের সহায়তায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর উপজেলার দেবীপুর (দওলাপাড়া) গ্রামের মৃত: জাফর ম-লের ছেলে সেলিম মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের ৮ জুলাই বিরামপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এর পর থেকে সেলিম পলাতক ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের মার্চ মাসে দিনাজপুরের আদালত অভিযুক্ত সেলিম মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদ-াদেশ প্রদান করেন। দীর্ঘদিন থেকে পলাতক দ-প্রাপ্ত এই আসামিকে র্যাব-৪ এর সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দ-প্রাপ্ত পলাতক আসামি সেলিম মিয়াকে গ্রেফতারের পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
@2025