মো: নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে বিরামপুর উপজেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে। শহরাঞ্চলে বিতরণের পর শুক্রবার (৩১ অক্টোবর) সীমান্তবর্তী বিনাইল ইউনিয়নের গ্রামে গ্রামে এ লিফলেট বিতরণ করা হয়।
৫নং বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর বাদশার নেতৃত্বে হেড়মা গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে নারী-পুরুষদের নিকট বিএনপি’র বার্তা পৌঁছে দিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সাথে ছিলেন, বিএনপি’র ইউনিয়ন সাধারণ সম্পাদক মকবুল হোসেন, উপদেষ্টা সদস্য হোসেন আলী মন্ডল, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাত হোসেন, সদস্য সচিব মমিনুল ইসলাম এবং কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।