(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতীয় পার্টির (জাপা) সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘জাপা ফ্যাসিস্ট সরকারের দোসর, তাই তাদের সঙ্গে কোনোভাবেই এক টেবিলে বসা যায় না।’ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ।
বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, “আজ সিইসির সঙ্গে আলোচ্য বিষয় ছিল আগের ১৮টি প্রস্তাব নিয়ে। এসব বিষয়ে কমিশন কীভাবে অগ্রসর হচ্ছেন, তাদের সিদ্ধান্ত জানতে চেয়েছি। ফেব্রুয়ারিতে যে সময় দেওয়া হয়েছে, আমরা চাই সেটি যথাসময়ে হোক—এর কোনো ব্যত্যয় যেন না ঘটে।”
আযাদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে কমিশনের অবস্থান এখনো পরিষ্কার নয়। সবখানেই আমরা প্রবাসীদের উদ্বেগ পেয়েছি। রেজিস্ট্রেশন অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু হলেও কিছু সমস্যা হয়েছে। অনেকেই ভুল বুঝছেন—কেউ ভাবছেন এটা ভোটার হওয়ার জন্য, কেউ ভাবছেন ভোট দেওয়ার রেজিস্ট্রেশন। দুটো এক নয়।”
জামায়াতের এ নেতা বলেন, সিইসি জানিয়েছেন- আগামী ১৮ নভেম্বর থেকে অঞ্চলভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হবে, যা ভোট দেওয়ার জন্য প্রয়োজন। তিনি বলেন, ‘আশা করি কমিশন এ নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাবে, যাতে প্রবাসীরা সঠিকভাবে বুঝতে পারেন।’
‘জন্ম ও নিবন্ধন সনদের ওপর বেশি জোর দিচ্ছে কমিশন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী চায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হোক।’ বলেন জামায়াতের এই নেতা। গণভোটের বিষয়ে হামিদুর রহমান বলেন, গণভোট নিয়ে আন্দোলন চলমান আছে। জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি করতে হবে। অনেক দেরি হয়ে গেছে। অথচ আদেশ জারি করতে বেশি সময় লাগে না। গণভোট এই আদেশকে শক্তিশালী করবে। গণভোট হলে সব জনগণের অংশগ্রহণে আইনি ভিত্তি পাবে। আমাদের দাবি এটি যেন যথার্থভাবে হয়। জাতীয় নির্বাচনে মানুষের মনোযোগ থাকবে অন্যখানে। তখন গণভোটে ভোট পড়বে কম। তখন বলা হবে মানুষ জুলাই সনদ চায় না। নভেম্বরে গণভোট হতেও পারে, নাও হতে পারে। তবে সেটি হতে হবে নির্বাচনের আগে। যে সময়ই হোক, নির্বাচনের আগে। -নিউজ ডেস্ক