(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গণভোটে বিএনপির ভিন্ন মতের বিষয়গুলো হ্যাঁ ভোটে পাশ হলেও তা পরবর্তী সরকারের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন লেখক এবং দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক আলতাফ পারভেজ। বৃহস্পতিবার টেলিফোনালাপে যুগান্তরকে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, জুলাই আদেশ ও গণভোটের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে মনে হয় জামায়াতসহ তাদের মিত্রদের কথা বেশি শোনা হয়েছে। এটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করছে। তবে এটা রাজনৈতিক দলগুলো মেনে নিলেও পরবর্তী সরকারের জন্য তেমন কোনো বাধা হবে না।
তিনি আরও বলেন, বিএনপির ভিন্ন মতের কিছু বিষয় গণভোটে গেছে। সেখানে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং সংসদে বিএনপি দুই তৃতীয়াংশ আসন পায়, তখন বিএনপি চাইলে তো নতুন করে সংবিধান সংশোধনেরও উদ্যোগ নিতে পারে। পাশাপাশি ভূমিধস বিজয় অর্জন করলে উচ্চকক্ষেও বিএনপি বা যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তখন তারা যা চাইবে, সেই পরিবর্তনতো করতে পারবেন।