(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শেষ পর্যন্ত শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যদিও গুঞ্জন ছিল কলকাতার নায়িকা ইধিকা পালের সঙ্গে জুটি বাধঁতে যাচ্ছেন শাকিব। সব গুঞ্জন উড়িয়ে ‘প্রিন্স’-এর জন্য ফারিণকেই চুড়ান্ত ঘোষণা করেছে সিনেমার প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
শনিবার (১৬ নভেম্বর) ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দুইটি ছবি পোস্ট করা হয়েছে। পোস্টে দেখা যায়,এ ছবির অংশ হতে পেরে বেশ হাস্যোজ্জ্বল ফারিণ। ছবির প্রযোজক শিরিন সুলতানার সঙ্গেও ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে লেখা, “আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।”

আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারুণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’
প্রযোজনা প্রতিষ্ঠানের পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘হৃদয় ভরে গেছে , আমি প্রিন্সের জন্য প্রস্তুত।’