(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনই হলেন জয়ের নায়ক। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে করা তার গোলে এলো ঐতিহাসিক জয়।
ফুটবল ইতিহাসে এটি একটি স্মরণীয় মুহূর্ত, কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশ দল সর্বশেষ ২২ বছর আগে জয়লাভ করেছিল। দলের এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন।
এর আগে, ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ভারতকে ২-১ গোলে হারিয়েছিল। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশের জয় ৪টিতে, ড্র হয়েছে ১৩টিতে এবং ভারত জিতেছে ১৩টি ম্যাচে।
সাম্প্রতিক সময়ে, হামজা চৌধুরী ও শমিত সোমদের মত খেলোয়াড়দের অংশগ্রহণে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন এসেছে। হংকংয়ের বিপক্ষে ড্র এবং নেপালের বিপক্ষে ড্র হওয়া ম্যাচগুলোর পর ভারতের বিপক্ষে এই জয় নিঃসন্দেহে দলের মনোবল আরও বাড়িয়ে দেবে।