(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর জেলা পুলিশ এর আয়োজনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (০৬ ডিসেম্বর ২০২৫) শনিবার দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার (পিপিএম) মো. জেদান আল মুসা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন। সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং (এএসপি) সদর সার্কেল মো. আব্দুল হালিম।
এছাড়াও, জেলার সাংবাদিক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন: সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর-এর সভাপতি সাদাকাত আলি খান, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম। দিনাজপুর (নিমতলা) প্রেসক্লাবের (নিমতলা) সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ-সম্পাদক রেজাউল করিম রঞ্জু সাংবাদিক দিনাজপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার মাসউদ রানা, মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সমাজ থেকে অপরাধ নির্মূল এবং মাদক, সন্ত্রাস ও গুজব প্রতিরোধে জেলা পুলিশ ও মিডিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দও তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ পেশ করেন।



















