আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) সকাল ১১টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোহাম্মদ সাদাকাত আলী খান। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন: সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সালাম এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সদস্যদের কল্যাণ এবং পেশাগত মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।