মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী বিরামপুর পাইলট হাইস্কুল প্রাঙ্গণে শুক্রবার (২৩ জানুয়ারি) ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাব গাম্ভির্যের সাথে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
ঐ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষার্থীদের আয়োজনে ও হিন্দু শিক্ষকদের সহযোগিতায় অনুষ্ঠিত পূজা পরিচালনা করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক পুরোহিত শ্রী সুনিল কিশোর অধিকারী। এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত কুমার সরকার, শিক্ষক পবিত্র চন্দ্র রায়, শিক্ষক কৃষ্ণ চন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন কুমার সরকারসহ হিন্দু শিক্ষার্থী ও শহরের হিন্দু সম্প্রদায়ের পরিবারবর্গ পূজায় অংশ গ্রহণ করেন।