• বিনোদন

    হিরো আলম এখন সার্কাসে

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৬:৪৩:৫৩ প্রিন্ট সংস্করণ

    সার্কাসে হিরো আলম। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) বিভিন্ন সময় ভাইরাল হওয়া আলম ওরফে হিরো আলম এখন সার্কাসে কাজ করছেন। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর স্কুল মাঠে আয়োজিত আশ্বিনী মেলার দি রওশন সার্কাসে শো করছেন তিনি। তার সঙ্গে আছেন রিয়া মনি। সার্কাসে খেলার মধ্যে গান ও নাচ পরিবেশন করেন হিরো আলম ও রিয়া মনি।

    হিরো আলম বলেন, ‘করোনার কারণে সার্কাস বন্ধ ছিল। এতে শিল্পীরা চরম কষ্টে দিন কাটিয়েছেন। করোনা না থাকায় এখন সার্কাস প্রদর্শন শুরু হয়েছে। এ কারণে আমরা এসেছি।’

    তিনি আরও বলেন, ‘আমি ৫টি সিনেমায় অভিনয় করেছি। ৬টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আমি আলম থেকে আজ হিরো আলম হয়েছি। আমি বাংলা, উর্দু, হিন্দিসহ বিভিন্ন ধরনের গান করেছি। গানের জন্য ডিবি আমাকে আটকও করেছিল। তারপরও গান অব্যাহত রেখেছি। ইতোপূর্বে বগুড়ার কাহালু থেকে এমপি নির্বাচন করেছি। আগামীতেও নির্বাচন করব।’

    সার্কাসে হিরো আলমের নাচ ও গানের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ভিডিও ঘিরে পক্ষে বিপক্ষে বিভিন্ন বিরুপ মন্তব্য লিখছেন দর্শকরা। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।