প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৬:৪৩:৫৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিভিন্ন সময় ভাইরাল হওয়া আলম ওরফে হিরো আলম এখন সার্কাসে কাজ করছেন। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর স্কুল মাঠে আয়োজিত আশ্বিনী মেলার দি রওশন সার্কাসে শো করছেন তিনি। তার সঙ্গে আছেন রিয়া মনি। সার্কাসে খেলার মধ্যে গান ও নাচ পরিবেশন করেন হিরো আলম ও রিয়া মনি।
হিরো আলম বলেন, ‘করোনার কারণে সার্কাস বন্ধ ছিল। এতে শিল্পীরা চরম কষ্টে দিন কাটিয়েছেন। করোনা না থাকায় এখন সার্কাস প্রদর্শন শুরু হয়েছে। এ কারণে আমরা এসেছি।’