• খেলাধুলা

    পাকিস্তানের বিশ্বকাপ বর্জন হুমকির জবাব দিল ভারত

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৬:১৬:০২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে অথবা নিরপেক্ষ ভেন্যুতে আসরটি আয়োজনের চেষ্টা করলে, পাকিস্তানও ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না। গতকাল এমনই হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান।

    এবার পাকিস্তানের হুমকির জবাব দিল ভারত। দেশটির উচ্চ পর্যায়ের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ক্রিকেটীয় কারণে নয়, অন্য কারণে পাকিস্তানে যেতে চাইছে না ভারত।

    দেশটির কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সংবাদমাধ্যমে বলেন, ‘পাকিস্তানে খেলতে না যাওয়ার প্রসঙ্গ শুধুমাত্র ক্রিকেটের কারণে ওঠেনি। ওখানে নিরাপত্তার চিন্তা রয়েছে। তাই এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

    তিনি আরও বলেন, ‘ভারতে আগামী বছর এক দিনের বিশ্বকাপে বিশ্বের সব বড় দেশ অংশ নেবে। কারণ, খেলার জগতে ভারতের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। শুধু ক্রিকেট নয়, আরও অনেক খেলায় ভারতের অবদান অনস্বীকার্য। আগামী বছর ভারতে বিশ্বকাপ ঐতিহাসিক হতে চলেছে।’ -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।