প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৬:২১:১৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ৪৫ টি দেশ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে এবং এ মন্দার বিষয়টি চলমান ও তা আরও ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। মূল্যস্ফীতি ইতিহাসের চূড়ান্ত চূড়ায় এবং তা লাগামহীন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস ও বাংলাদেশের চ্যালেঞ্জ উত্তরণ কোন পথে?’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সংগঠনটির পক্ষে এসব কথা বলা হয়।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস দেখা গেছে। সারাবিশ্ব জুড়েই মূল্যস্ফীতি ঐতিহাসিকভাবেই ঊর্ধ্বগতিতে রয়েছে।
এদিকে, বেসরকারি খাতে মূল্যস্ফীতি বিবেচনায় ৫ শতাংশ বেতন বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। ওএমএস কার্যক্রম আরও বাড়ানোর কথা বলছে প্রতিষ্ঠানটি।
দরিদ্র ও অতিদরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। জ্বালানির দাম কমানো, অর্থের জন্যে কর জিডিপি বাড়ানোসহ আরও কিছু পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন- সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানসহ অনেকে। -ডেস্ক রিপোর্ট