প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৬:৪২:১৮ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) মাদককে না বলি ” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ২০২২’র চরম উত্তেজনাপূর্ন সেমি ফাইনাল খেলায় হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ১-০ গোলের ব্যবধানে খেলোয়াড় কল্যান সমিতি, গোবিন্দগঞ্জ কে পরাজিত করে সৈয়দপুর কোচিং সেন্টার,নীলফামারী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সদরের নশিপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে স্কুল গভর্নিং বোডির সভাপতি ও স্থানীয় ২নং ইউপি’র সদস্য রাজেদুর রহমান রাজু’র আয়োজনে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি স্মরণে আয়োজিত শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ২০২২’র অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমি ফাইনাল খেলায় আনুষ্ঠানিক উদ্ভোদন করেন বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট এর মহা -পরিচালক ড.গোলাম ফারুক, পাট বীজ খামার এর উপ-পরিচালক ড.সুলতানুল আলম। এ সময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন টি আই পলিটিক্স টিভি’র বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার আব্দুস সালাম। হাজার হাজার দর্শকের মাঝে খেলাটির ধারাভাষ্য করেন তইফুল ইসলাম তপু।
বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট এর মহা -পরিচালক ড.গোলাম ফারুক বলেন, খেলাধুলার বিকল্প কিছুই নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে সুপ্ত প্রতিভা বিকশিত হয়।