• সারাদেশ

    বিরামপুরে কালো চশমার সংকট!

      প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ৮:৪৮:৪২ প্রিন্ট সংস্করণ

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর উপজেলায় চোখ ওঠা বা চোখের ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই চোখ ওঠা রোগে কালো চশমার ব্যবহার বেড়ে যাওয়ায় বাজারে কালো চশমার দাম বৃদ্ধি ও চশমা সংকট দেখা দিয়েছে।
    বিরামপুর পুরাতন বাজারের চশমা বিক্রেতা মিলন অপটিক্যালস’র মালিক আতিকুর রহমান মিলন জানান, চোখ ওঠা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কালো চশমার ব্যবহার বেড়েছে। একারণে কালো চশমার সংকট দেখা দিয়েছে। কালো চশমা তৈরি কারকরা প্রতিটি চশমার মূল্য ২০ থেকে ৩০ টাকা হারে বাড়িয়ে দিয়েছে। তবুও চাহিদা মতো কালো চশমা পাওয়া যাচ্ছেনা। তৈরি কারকরা দাম বাড়িয়ে দেওয়ায় স্থানীয় বাজারেও প্রতিটি কালো চশমা ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
    বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার রায় জানান, উপজেলার প্রত্যন্ত এলাকাতে এই ভাইরাস জনিত চোখের রোগ দেখা দিয়েছে। এই ভাইরাসটি কনজাংটিভাইটিস নামে পরিচিত। রোগিদের চোখের ড্রপ ও ঔষধ সেবনের পাশাপাশি কালো চশমা ব্যবহার করতে হচ্ছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content