• সারাদেশ

    বড়পুকুরিয়ার কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের আনারস মার্কা প্যানেলের মনোনয়ন পত্র ক্রয়

      প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ৮:৫৫:০০ প্রিন্ট সংস্করণ

    মোঃ আফজাল হোসেন (দিনাজপুর২৪.কম) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের ২০২২ নির্বাচনের তফসিল ঘোষণার পর আনারস মার্কা প্যানেলের সভাপতি পদে মোঃ জাকারিয়া জাকির মনোনয়ন পত্র ক্রয় করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং রাজ:২৬৪৭ শাগ্রাম এর কার্যালয়ে মনোনয়ন পত্র বিক্রয় শুরু হয়। এ সময় মোঃ জাকারিয়া জাকির আনারস মার্কা প্রতীক নিয়ে মনোনয়ন পত্র ক্রয় করেন। সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব প্রাপ্ত হয়ে সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের অনুষ্ঠানের লক্ষে আগামী ৩১/১০/২০২২ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠানের দিন ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি ২০২২ এর নির্বাচন কমিশনার মোঃ ফেরাজুল ইসলাম ও সদস্য সচিব মোঃ মোকারম সরকার। গতকাল শুক্রবার মনোনয়ন পত্র বিক্রয় শুরু করেন। মনোনয়ন পত্র বিক্রয় করা হয় ১৭,১৮,১৯,২০,২১/১০/২০২২ ইং তারিখে। মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে ২২/১০/২০২২ ইং তারিখে। মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে ২২/১০/২০২২ ইং তারিখে। প্রার্থিতার মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে ২৩/১০/২০২২ ইং তারিখে। প্রার্থিতার চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হবে ২৪/১০/২০২২ ইং তারিখে। প্রার্থিদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হবে ২৪/১০/২০২২ ইং তারিখে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১/১০/২০২২ ইং তারিখে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি প্যানেলে সভাপতি সাধারণ সম্পাদক সহ ১৮ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হবে।
    বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন প্রতি ২ বছর পর পর হওয়ার কথা থাকলেও ২০১৭ সালে রবি প্যানেল নির্বাচনে জয়ী হওয়ার পর আর কোন নির্বাচন না দেওয়ায় দীর্ঘ ৪ বছর পর বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content