প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২১ , ১১:০৪:০৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) পূর্ব ঘোষণা অনুযায়ী নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর ধানমন্ডি ও শান্তিনগর এলাকায় সড়ক অবরোধ করেছেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে অবস্থান নেন। এতে মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, আইডিয়াল কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, লালমাটিয়া গার্লস কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিচ্ছেন।
এদিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও বেলা ১টার পর শান্তিনগর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
নয় দফা দাবিতে সোয়া ১টার দিকে তারা শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত সড়কে মিছিল করেন তারা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন।
বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আন্দোলন আরও গতি পায়। বৃহস্পতিবার পথে পথে তাদের বিক্ষোভ-অবরোধে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়ে।
পরে আবারও শনিবার দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ দেখায় আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে নয় দফা দাবি পূরণে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা রাস্তা ছাড়েন।