প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ৭:০১:২৫ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের এক সঙ্গীত অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে ৬০ জনের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে জান্তা বাহিনীর বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতি, চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এই বিমান হামলার তথ্য প্রকাশ করেছে। তবে সেখানে বিমান হামলায় মৃতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হয়েছে। অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে কমপক্ষে ৬০ জন মারা গেছেন।
একটু পরেই টুইটে বিমান হামলায় মৃতের সংখ্যা ৫০ জনেরও বেশি বলে জানান কিয়াও থু। তিনি বলেন, ‘আপডেট: মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনেরও বেশি হয়েছে এবং এখনও গণনা চলছে। মৃতের সংখ্যা নিয়ে কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশনের (কেআইও) আনুষ্ঠানিক ঘোষণা এখনো প্রকাশিত হয়নি।’
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে। -নিউজ ডেস্ক